ছবি : সংগৃহীত
মোঃ মাহবুব আলম:
রাজধানীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শিক্ষার্থীরা ট্রাস্ট পরিবহনের পাঁচটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে এবং এর প্রতিকার চেয়ে প্রতিবাদ জানায়।
রোববার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর চারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, ১৯ মে, শনিবার বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক ছাত্রীকে কারওয়ান বাজারের মোড়ে ট্রাস্ট পরিবহনের হেল্পার যৌন হয়রানি করে ও আজেবাজে কথা বলে হুমকি দেয়। পরে ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে বিষয়টি তার বন্ধুদের জানান। খবর পেয়ে তারা কারওয়ান বাজারে গিয়ে ট্রাস্ট পরিবহনের পাঁচটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে যান।
এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ইভটিজিং করেছে বলে চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। প্রক্টর তাদেরকে বলেছেন ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীকে নিয়ে তাদের অফিসে যেতে। ওই ছাত্রীকে নিয়ে প্রক্টরের অফিসে গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে
Leave a Reply