মোমিনুল ইসলাম জামালপুর থেকে:
জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে অসহায় বিধবা কৃষানীর ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতারা।
বুধবার দিনব্যাপী সরিষাবাড়ী পৌরসভার বাউসি দক্ষিণ পাড়ার বিধবা কৃষানী কছিরন বেওয়ার ক্ষেতের ধান কেটে দেন তারা।
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরিফ আহাম্মেদ নিরবের নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহন করেন জুয়েল রানা, জিহাদ, তাকবির, মুন্না, নাছিরউদ্দিন স্বপন, নাইমুররহমান দুর্জয় প্রমুখ।
ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরিফ আহাম্মেদ জানান, চলমান করোনায় দেশে দিন মজুর না পাওয়ায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি মহোদয়ের নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। এর অংশ হিসেবে আজ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আমরা বাউসি দক্ষিণ পাড়ার বিধবা কৃষানী কছিরন বেওয়ার ক্ষেতের ধান কেটে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিধবা কৃষানী কছিরন বেওয়া বলেন, একদিকে আমার অর্থ সঙ্কট, অন্যদিকে করোনার জন্য কামলা পাচ্ছিলামনা। ক্ষেতের পাকা ধান নিয়ে বিপদেই ছিলাম। আমি আজ সত্যিই ধন্য যে, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের লোকজন এসে আমার ধান কেটে দিল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply