তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন ও উপজেলা যুবলীগ কর্মী মোঃ ইউসুফকে কুপিয়ে গুরুতর যখম করেছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিন সদর রোডস’ থানা সংলগ্ন বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া আহত লোকমান হোসেন মোবাইল ফোনে বলেন, রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর লোকমান হোসেন ও উপজেলা যুবলীগ কর্মী মোঃ ইউসুফকে উপজেলা ছাত্রলীগের কতিপয় কর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এতে আমি ও আমার সাথে থাকা উপজেলা যুবলীগ কর্মী মোঃ ইউসুফ মারাত্মক জখম হই। এদের অবস’া গুরুতর দেখে রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেদ আহমেদ বলেন, বর্তমানে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলমান। এমতাবস’ায় লোকমানের নেতৃত্বে বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের পাশের একটি ঘরে নিয়মিত ক্রামবোর্ডের আসর চলছে। এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে লোকমানের কথার কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে।
তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, খবর পেয়ে ঘটনাস’লে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষে এক পক্ষের লোকমান হোসেন ও ইউসুফ আহত হওয়ার খবর পেয়েছি। তবে কোন পক্ষই মামলা করেনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply