মোঃ শাকিল আহমেদ, বরগুনা :
বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ কৃষক লীগ তালতলী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক লীগ তালতলী উপজেলা শাখার সভাপতি হাজী আলম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলী জোমাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কৃষক লীগের সভাপতি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক স্বপন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ খেইন, বরগুনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কাদের, তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান মুহা. তৌফিকুজ্জামান তনু।
এছাড়া সম্মেলনে জেলা কৃষক লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply