শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন

তালায় ঘোষ সনৎ কুমার বিপুল ভোটে জয়ী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৩৪ Time View

তালা প্রতিনিধিঃ

 

তালায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রোববার (২৪মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষ সনৎ কুমার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৪২ শতাংশ।

 

জানা গেছে, তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ঘোষ সনৎ কুমার পেয়েছেন ৫১হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলু হক হক আনারস প্রতীকে পেয়েছন ৪৮ হাজার ৭০০ ভোট।উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান ৫৩ হাজার ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বনদ্বী মোঃ ইখতিয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ ভোট।

 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে মুরশিদা পারভীন পাপড়ি ৫১ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিলা ইসলাম জুই হাঁস প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ২২৫ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে উপজেলা শ্রমকলীগের সভাপতি আব্দুল জব্বার পেয়েছেন ৯৯৪৮চশমা প্রতীকে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আমিনুজ্জামান পেয়েছেন ২৯১৪ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে জেবুন্নেছা খানম পেয়েছেন ১০৭৩৪।রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৯৩ টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়