শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

তালায় সড়ক দুুর্ঘটনায় আহত সাংবাদিক জুলফিকার রায়হান’র শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৭ Time View

 

মোঃ আব্দুস সালাম (উপজেলা প্রতিনিধি) তালা, সাতক্ষীরা:

 

দৈনিক সংবাদ ও দৈনিক প্রবাহ’র তালা উপজেলা প্রতিনিধি, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গনমাধ্যম কর্মী বি.এম. জুলফিকার রায়হান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি গত ৩ দিন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন। এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের আন্তরিক চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার বেশ উন্নতি হচ্ছে।

 

এবিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রওশন দায়েমী জানান, সাংবাদিক জুলফিকার রায়হান এর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, আগামী ২/৩দিনের চিকিৎসায় মোটামুটি সুস্থ্য হয়ে তিনি বাড়িতে ফিরতে পারবেন।

 

এদিকে চিকিৎসাধিন সাংবদিক বি.এম. জুলফিকার রায়হান’র সার্বিক অবস্থার খবর জানতে দফায় দফায় হাসপাতালে যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, মাহফুজা সুলতান রুবি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও খেশরা ইউপি’র সাবেক চেয়ারম্যান এম. এম. ফজলুল হক, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর মহাসিন হোসেন, খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক সমীর দাশ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক হিরন্ময় মন্ডল, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক এম. এ. ফয়সাল, জলিল আহমেদ, আব্দুল জব্বার, সেলিম হায়দার, প্রভাষক এস. আর. আওয়াল, এম. এ. মান্নান, রফিকুল ইসলাম রবি, ইলিয়াস হোসেন, আক্তারুজ্জামান, জামাল হোসেন, মো. খলিলুর রহমান, আব্দুল মজিদ, আল আমীন, সকাল-সন্ধ্যা নিউজ ডট কম’র সম্পাদক এহসানুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীবাস বসু, জীবন বীমা কর্পোরেশন’র ব্যবস্থাপক কুমারেশ হালদার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাংখিরা।

 

অপরদিকে সাংবাদিক জুলফিকার রায়হান’র আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সহ-সভাপতি পি. এম. গোলাম মোস্তফা, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এম. এ. জাফর, কোষাধ্যক্ষ অমল সেন, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সদস্য জয়দেব চক্রবর্ত্তী, প্রভাষক এস. আর. আওয়াল, কে.এম. শাহিনুর রহমান, আবতাফ হোসেন, মনজুরুল হাসান বাবুল, শাহিনুর রহমান, এহসানুল হক, মনিরুল ইসলাম মন্টু, আব্দুস সালাম, পার্থ মন্ডল, মোমরেজ আলম, ডা. আব্দুর রহমান জাকির হোসেন প্রমুখ। এছাড়া অন লাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডটকম পরিবারের পক্ষ থেকে অনুরুপ সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকালে খলিশখালীর মধ্যদিয়ে মটরবাইক যোগে সাংবাদিক রায়হান পাটকেলঘাটা যাচ্ছিলেন। পথিমধ্যে খলিশখালি বাজার পার হবার পর এক মানষিক প্রতিবন্ধি নারী আকস্মিক মটরসাইকেল এর সামনে এসে পড়ে। এসময় তাকে রক্ষা করতে যেয়ে সাংবাদিক রায়হান দূর্ঘটনার শিকার হন। দূর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন এবং মটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়। তবে, মানষিক প্রতিবন্ধী ওই নারী কোনওরুপ আহত হননি বলে জানাগেছে।

 

এবিষয়ে যুবলীগ নেতা সুজিত হোড় জানান, দূর্ঘটনায় আক্রান্ত হলে তৎক্ষনাত পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ডা. গিয়াস উদ্দীন’র ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র নির্দেশে তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন সাংবাদিক রায়হানকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন। এখানে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার’র আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর জ্ঞান ফিরে পায় সাংবাদিক রায়হান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়