(তিতাসে অব্যবস্থাপনা, রাজনৈতিক অপব্যবহার, অসাধু কর্মকর্তাদের অপতৎপরতা, গিলে খাচ্ছে সরকারী রাজস্ব।)
এ আর মজিদ শরীফ :
রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় চলছে গ্যাসের তিব্র সংকট, চুলা জ্বলছেনা বিভিন্ন এলাকায়। এই গ্যাস সংকটের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে অবৈধ সংযোগ গুলো। সরবরাহ পাইপ লাইন বসানোর সময় জরিপের হিসাবে এলাকার একটি হিসাব অনুযায়ী পাইপ বসানো হয়। কিন্তু যত্র তত্র অবৈধ সংযোগের কারনে সরবরাহ লাইন ভারসাম্যহীন হয়ে পড়ে। যার কারনে রাজধানী সহ রাজধানীর আশেপাশে এই সমস্যা প্রতিদিনই বেড়ে চলছে।
রাজধানীর তুরাগ নলভোগ, উত্তরখান-দক্ষিণখানের বিভিন্ন এলাকায় দেদাসে চলছে অবৈধ গ্যাস সংযোগ। এসব অবৈধ গ্যাস সংযোগ দিয়ে এক শ্রেণির ঠিকাদাররা বনে গেছেন। স্বরাষ্ট মন্ত্রী, বিদুৎ ও জ্বালানি মন্ত্রী, র্যাব মহাপরিচালক, সহ বিভিন্ন দপ্তরে গ্যাস চুরির বিভিন্ন অভিযোগ জমা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে এই তিতাস গ্যাস এর র্দূযোগ র্নিমুল করা সম্ভব হবে না বলে জানান তিতাসের কর্মকর্তারা ।
বিভিন্ন অসাধু ঠিকাদারদের সাথে আর কে কে জড়িত আছে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এসব প্রতারকরা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গ্রাহকদের সাথে নতুন আবাসিক গ্যাস লাইন , মিল ফ্যাক্টরির বাণিজ্যিক লাইন ট্রান্সফার সহ বিভিন্ন অবৈধ্য লাইন দিয়ে আেেসছ দীর্ঘদিন যাবত । এরকম অভিযোগ বিগত দিন আমরা পেয়েছি এবং আমাদের কুড়িল জোনাল অফিসের কর্মকর্তারা অনেক অসাধু ঠিকাদারদেরকে অবৈধ কাজ সহ হাতেনাতে ধরে মামলা দিলেও এসব প্রতারকদেরকে কোন ভাবেই থামানো যাচ্ছে না।
বর্তমান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশিদ মোল্লা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে তার তত্ত্বাবধানে দিক নির্দেশনায় হাজার হাজার অবৈধ গ্যাস লাইন কাটা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply