প্রাণের বাংলাদেশ ডেস্ক :
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ সম্পূর্ণ তিতাস কোম্পানী এবং গ্রাহকদের ডিজিটালের মধ্যে এনে আগামী প্রজন্মের জন্য একটি নির্ভর যোগ্য এবং নিরাপদ গ্যাস সুবিধা দেওয়ার ক্ষেত্র তৈরি করার প্রক্রিয়ায় প্রকৃত বৈধ তিতাস গ্যাস ব্যবহারকারীদের মিটারকে প্রিপেইটের আওতায় এনে যে স্বচ্ছতার কাজ করছেন তা প্রশংসার যোগ্য।
কিন্তু যাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা যারা টেন্ডার পেয়ে মিটার প্রিপেইট করার কাজ করছে তারা প্রতিটি বাসায় বাসায় প্রবেশ করে তাদেরকে মিটার প্রিপেইট করার পরামর্শ দিচ্ছে এবং মিটার প্রিপেইট করছে। তারাই একমাত্র জানে বাংলাদেশে কারা কোন প্রতিষ্ঠান এবং কোন ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ করে দেশের ক্ষতি করছে, দেশের রাজস্ব আয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
অনুসন্ধান করে জানা যায়, এসব ঠিকাদারদের মধ্যে কেউ কেউ রাতারাতি প্যারাডো গাড়ী কিনে ৮-১০ জন গানম্যান নিয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। বিষয়টি আরোও গভীরে গিয়ে অনুসন্ধান করে জানা যায়, যেহেতু তাদের কাছে সম্পূর্ণ দেশের বৈধ অবৈধ গ্যাস সংযোগকারীদের ঠিকানা রয়েছে, যে কারণে অবৈধ সংযোগকারীদের নিকট থেকে তারা মাসিক মোটা অংকের টাকা গ্রহণ করছে অবৈধ ভাবে। এ যেন সরিষা খেতে ভুতের বসবাস। বিষয়টি নিয়ে আগামী পর্বে থাকবে বিভিন্ন তিতাসের ঠিকাদারদের নিয়ে থাকবে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক আমার প্রাণের বাংলাদেশে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply