রবিউল আলম রাজু :
উত্তরা পশ্চিম থানার চৌকস এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ সঙ্গীয় অফিসার এসআই কাঞ্চন রায়হান, এএসআই দুলাল উদ্দিনের অভিযানে অফিসার ইনচার্জ মহসিনের দিক নিদের্শনায় তিন হাজার পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামী ১। মোঃ তরিকুল ইসলাম (৩৭), পিতা- মৃত দলিল উদ্দিন, মাতা- শাহানুর বেগম, সাং- ফরিদপুর (আলতাব মেম্বারের বাড়ীর পাশে), থানা- কোতয়ালী, জেলা- যশোর, এ/পি- তালতলী মিজমিজ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ আল আমিন (২৫), পিতা- মোঃ ফরহাদ শেখ, মাতা- সখিনা বেগম, সাং- গোবিন্দপুর, থানা- রামপাল, জেলা- বাগেরহাট, এ/পি- আঙ্গুর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, আব্দুল্লাহ্পুর বরফ কলের পিছনে, সেক্টর নং- ০৯, থানা- উত্তরা পশ্চিম, ঢাকা ও জব্দকৃত আলামত ৩ হাজার পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইংরেজী ২০/০৯/২০২২ ইং সময় ২০.২৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরস্থ জমজম টাওয়ারের সামনে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর পুলিশ বক্সের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় হইতেছে।
উক্ত সংবাদ অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার সহ ইংরেজী ২০/০৯/২০২২ খ্রি. ২০.৪০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে ধৃত আসামীদ্বয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসারের সহায়তায় আসামীদ্বয়কে আটক করি। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী ১। নবীন মোল্লা আকাশ (২৭), পিতা- মোঃ আশরাফ উদ্দিন, মাতা- শিল্পী বেগম, সাং- কামালদের বাড়ী, ফায়দাবাদ ট্রান্সমিটার, আজমেরী গার্মেন্টস, থানা- দক্ষিণখান, ঢাকা, ২। মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা- মৃত মতিউর রহমান, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- ঘোড়াই পিয়ার, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম, এ/পি মনিরের বাসা, ময়মনসিংহ রোড, টুয়েন্টি কলোনী, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর, ৩। এএসআই (নিঃ)/ দুলাল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকাদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ধৃত ১ নং আসামী মোঃ তরিকুল ইসলাম (৩৭) এর দেহ তল্লাশী করাকালে তার ডান হাতে ঝুলানো অবস্থায় একটি লেভেল বিহীন লাল রংয়ের টিস্যু কাপড়ের ব্যাগের ভিতর Winstar Metro Plus W15 মোবাইল এর কাগজের বক্সের ভিতর রক্ষিত অবস্থায় ১০টি নীল রংয়ের বায়ুরোধী পলি জিপার, যাহার প্রতিটি প্যাকেটে দুইশত পিচ করে সর্বমোট ২ হাজার পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট (মাদক) এবং ধৃত ২ নং আসামী মোঃ আল আমিন (২৫) এর দেহ তল্লাশী করাকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হইতে ১টি সাদা পলিব্যাগে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫টি আকাশি রংয়ের বায়ুরোধী পলি জিপার, যাহার প্রতিটি প্যাকেটে দুইশত পিচ করে সর্বমোট এক হাজার পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ সর্বমোট তিন হাজার পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট (মাদক) আসামীদ্বয় নিজ নিজ হাতে বাহির করে দিলে আমি ২০/০৯/২০২২ ইং সময় ২১.১০ ঘটিকায় উক্ত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করলে জব্দ তালিকায় স্বাক্ষীরা স্বাক্ষর প্রদান করেন। জব্দকৃত আলামত এর ওজন ৩০০ গ্রাম, মূল্য অনুঃ ৯ লক্ষ টাকা।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। অবৈধ ভাবে কথিত ইয়াবা ট্যাবলেট (মাদক) ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে হেফাজত রাখিয়া আসামী ১। মোঃ তরিকুল ইসলাম (৩৭), ২। মোঃ আল আমিন (২৫) দ্বয় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (খ) ধারায় অপরাধ করেছে। ধৃত আসামীদ্বয়কে সাথে নিয়ে আরোও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply