কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) :
চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর উপর হামলায় চালিয়েছে শিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী।এ সময় গাড়ি ভাঙচুর,ঘর-বাড়ি লুটপাটের ঘটনাও ঘটেছে।
আজ( ৫ মে) সোমবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলামের (জহির মেম্বার) বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় হামলাকারী দলের এক সদস্য্যকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।এতে ৩ জন আহত হয়।
ঘটনার প্রত্যদর্শীরা জানান, হামলাকারী শিপনের সাথে আগের দিন সন্ধ্যায় মুসলিমপুর গ্রামের জনৈক বৃদ্ধের সাথে গাড়ী পারাপারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এইদিন এলকাবাসী প্রতিবাদ করলে শিপন সেখান থেকে চলে যায়।মিরস্বরাই এলাকার সন্ত্রাসী শিপনের নেতৃত্বে আজ সকালে প্রায় ২ শ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে এ গ্রামের প্রতিটি ঘরে হামলা চালিয়ে লোকজনকে মারধর করে এবং বাড়ীঘর থেকে মালমাল লুট-পাট করে নিযে যায়।
এ ব্যাপারে ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, মিরশ্বরাই উপজেলার কয়লা এলাকার শিপন নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে আজ সকালে আমার বাড়িসহ আরো বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় এবং লোকজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে।এসময় মসজিদের মাইকে ঘোষণা পেয়ে এলাকার লোকজন সন্ত্রাসীদের ঘেরাও করে প্রতিরোধ করে । এক পর্যায়ে পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও হামলাকারী একজনকে গ্রামবাসী উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় উত্তেজিত জনতা একটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। ঘটনাস্হল পরিদর্শন করেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
জানতে চাইলে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্হিতি শান্ত রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি।একজনকে এলাকার লোকজন আমাদের হাতে সোপর্দ করে। এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবো।
হামলাকারী শিপন আগেও ইয়াবা সেবনের দায়ে গ্রেফতার হয়েছিলো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply