মোলা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগের ইয়াবা সম্রাট আতাউর রহমান আতাকে আটক করেছে পুলিশ । শুক্রবার রাত ১০টার দিকে তুরাগের ধরংগার টেকের নিজ বাসার সামন থেকে আতাকে আটক করা হয় ।একটি স‚ত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার এস আই সাহিনের নেত্রিত্তে একদল পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে আতাকে আটক করে
। এই সময় তার দেহ তলাশি করে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আতাকে থানায় নিয়ে আসা হয় । তার পর থানা থেকে আতাকে ছাড়িয়ে নিতে গভীর রাত প্রজন্ত বিভিন্ন তব্দির চালায় আতার অনুসারীরা । কিন্তু কোন তব্দিরেই মন গলাতে পারেনি বেরসিক তুরাগ থানা পুলিশের । এব্যাপারের তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং ৩৮ তাং ২৯/৩/২০১৯ইং ।
তুরাগ থানার ডিউটি অফিসার এস আই টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আতা এলাকার চিনহিত একজন মাদক ব্যাবসায়ী, এর আগেও আতার বিরুদ্ধে তুরাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছিল । আটককৃত আতাউর রহমান আতা ধরংগার টেক এলাকার সাবেক মেম্বার আব্দুল হামিদের ছেলে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply