মনির হোসেন (শিশির) :
শনিবার (০৬ আগষ্ট) দুপুরে রাজধানীর তুরাগের দক্ষিণ রাজাবাড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে গ্যারেজের মালিকসহ অটোরিকশার ৫ জন চালক আহত হয়েছে। গুরুতর আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ রাজাবাড়ি গাজী মাজহারুল ইসলামের (৪২) রিকশার গ্যারেজে অটো রিকশা চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লাগার সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গ্যারেজ ও পাশের একটি ভাংগাড়ি গোডাউনে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডে পুরো গ্যারেজসহ পাশের একটি ভাংগাড়ি গোডাউন পুড়ে ছাই হয়ে যায় ।
খবর পেয়ে তুরাগের দিয়াবাড়ি এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মেডিকেলে প্রেরন করেন। আহতরা হচ্ছে গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম (৪২), অটোরিকশার চালক মোঃআলম(২৫),মোঃমাসুদ(২৭), মোঃআল আমিন(২৮), মোঃ মুনসুর (৫০)।
এই রির্পোট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।