মনির হোসেন (শিশির) :
রাজধানীর তুরাগের ডিয়াবাড়ির পঞ্চবটি এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম আব্দুর রহমান (৪০) ও মোঃ ইকবাল (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৬০০শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিয়াবাড়ির পঞ্চবটি মোড়ে প্রবেশের সময় তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, একজন মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তুরাগের ডিয়াবাড়ির পঞ্চবটির প্রবেশ মুখের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল ভোলা জেলার চরফ্যাশন থানার হাজিরহাট গ্রামের রুহুল আমিনের ছেলে বর্তমানে ঢাকার আনন্দপুরের শুক্কুর আলী বাড়ির ভাড়াটিয়া (দারুস সালাম)।
মো :আব্দুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহাপরীর দ্বীপ দক্ষিণপাড়া গ্রামের মৃত আ: শুকুরের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং -১৭।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply