মনির হোসেন (শিশির) :
তুরাগের ভুয়া পুলিশ সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে তুরাহ থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭ টায় তুরাগ থানাধীন ১৬ নং সেক্টরের ডেসকো পাওয়ার স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম এস এম মারুফ হাসান(২৩) । তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার পাইককান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে ঢাকা জেলার মিরপুর-২ এর রোড ৭ ব্লক এইচ ২১ নং বাসার ভাড়াটিয়া ছিলেন।
এই বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান,তুরাগ থানাধীন ১৬ নং সেক্টরে ডেসকো পাওয়ার স্টেশনের সামনে এস এম মারুফ হাসান(২৩) নামের এক ব্যক্তি ডিএমপি পুলিশের স্টিকারযুক্ত প্রাইভেটকারে ঘোরাঘুরি করতে দেখে তুরাগ থানা টহল পুলিশের সন্দেহ হয়, এ সময় তার গাড়ী থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে পুলিশ পরিচয় দেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে একপর্যায়ে সে তার অপরাধের কথা স্বীকার করে । পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।
তিনি আরো বলেন, গভীর রাত পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিটে আটক ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে চেয়ে বার্তা প্রেরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তি পুলিশ বাহিনীতে চাকরিরত নন এবং ভুয়া পুলিশ বলে প্রমাণিত হলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে থানাহাজতে পাঠায়।
পুলিশ ধৃত ব্যক্তির হেফাজত হতে ১টি ওয়াকি-টকি সেট, ১টি ট্রাফিক সিগন্যাল লাইট, ১টি ইলেকট্রিক শকযন্ত্র, ১টি প্রাইভেট কার (যার ঢাকা মেট্রো-গ ২৮-২৬০৬) জব্দ করে। এ ঘটনায় তুরাগ থানায় ১টি মামলা হয়েছে। যারর মামলা নং ১২, তারিখ-০৯/১০/২০২২।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply