মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগের এক গার্মেন্টস কর্মীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ভুক্তভোগী গার্মেন্টস কর্মী সারমিন (২২), চার জনের নাম উলেখ্য করে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী সারমিন জানান, প্রায় ২ বৎসরের অধিক সময় ধরে তিনি তুরাগের ভাটুলিয়া এলাকায় ডিজাইন পয়েন নামক এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন । গত প্রায় ৬মাস প‚র্বে সারমিনের উপর কু নজর পড়ে একই ফ্যাক্টরির পি এম বাবুলের, বিভিন্ন সময় বাবুল সারমিন কে বিভিন্নরকম কু প্রস্তাব দিত । এই কারনে প্রায় মাস খানেক আগে সারমিন ২মাসের বেতন বকেয়া রেখে চাকুরী থেকে রিজাইন দিয়ে অন্যত্র চলে যায় । যাওয়ার সময় পি এম বাবুল বলে তুমি ১সপ্তা পর এসে তোমার ২মাসের বকেয়া বেতন নিয়ে যেও । ১সপ্তা পর সারমিন বেতনের জন্য ফ্যাক্টরিতে আসলে পি এম বলে এখন বেতন দেওয়া যাবেনা তুমি ২দিন পর এসে বেতন নিয়ে যেও । এই ভাবে প্রায় একমাস সারমিন কে বেতন না দিয়ে ঘুরাতে থাকে পি এম বাবুল ।
সর্বশেষ সারমিন কে বেতনের জন্য ২৭শে মার্চ রাত ৮টার দিকে আসতে বলা হয় । সারমিন ২৭শে মার্চ রাত ৮টার দিকে বেতনের জন্য ফ্যাক্টরিতে এসে পি এমের রুমে গিয়ে বেতনের টাকা চাইলে, এসময় লম্পট পি এম বাবুল সারমিনকে কু প্রস্তাব দেয় । তার কুপ্রস্তাবে সারমিন রাজী না হয়ে প্রতিবাদ করে এবং চিৎকার শুরুকরে সারমিনের চিৎকার শুনে, ফ্লোরে অবস্থানরত পিএমের বখাটে ছেলে রাকিব (১৮), রাকিবের বন্ধু সোহেল (১৭) ও রবিন (১৬) পিএমের রুমে গিয়ে সারমিন কে কিল ঘুষি লাথি মারতে থাকে । এক প্রজায় সারমিনের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং টেনে হিঁচড়ে সারমিন কে ফ্যাক্টরি থেকে বের করে দেয় । ওখান থেকে কোন মতে সারমিন নিকটতম তুরাগ থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে রাতেই তুরাগ থানার এস আই নির্মল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
অভিযোগের বিষয় পি এম বাবুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে বাবুল বলে আমি একটু মেডিকেলে আছি আপনার সাথে একটু পরে কথা বলব । তার প্রায় ৪ঘণ্টা পর বাবুল কে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেন নি
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply