মনির হোসেন (শিশির) :
রাজধানী তুরাগে পারিবারিক কলহের জেরে স্বামীর লিঙ্গ কর্তন করেছেন স্ত্রী। ভুক্তভোগী স্বামীর নাম মো. মাসুদ মিয়া (৩০)। স্বামী-স্ত্রী দুজনেই পেশায় পোশাক শ্রমিক।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে তুরাগের বাওনিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া(২৫) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার তাতপুর গ্রামের রুহুল আমীনের ছেলে। বর্তমানে- আনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া, বাড়ি নং-৯ আমান উল্লাহ রোড, বাউনিয়া বটতলা থানা- তুরাগ, ঢাকা।
আহত ব্যক্তির মামা আনোয়ার হোসেন জানান, মাসুদ মিয়ার স্ত্রী কলি আক্তার পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামীর লিঙ্গ কর্তন করেন। খবর পেয়ে আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালের আনা হয়েছে।
এ ঘটনায় মাসুদের স্ত্রী কলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তুরাগ থানা পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান,পারিবারিক দ্বন্দ্বের কারণে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে বলে জানা গেছে। এই ঘটনায় তার স্ত্রী পলি আক্তারকে আটক করা হয়েছে। আহত মাসুদ জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply