মো : ইলিয়াছ মোল্লা :
রাজধানীর তুরাগ থানাধীন ধউর এলাকায় আইনুন নাহার শান্তা (২০) নামে এক কলেজছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে । ৩ই মে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ধউর এলাকার আক্তারের মালিকানাধীন ছয় তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে ।
নিহত কলেজছাত্রী নোয়াখালী জেলার,মাইজদি থানার সোনাপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল ।
পরিবারের বরাত দিয়ে তুরাগ থানার এসআই আমজাদ হোসেন জানান , গতকাল ২ই মে নোয়াখালী থেকে বাবা মায়ের বর্তমান ভাড়া বাসায় বেড়াতে আসে নিহত ঐ কলেজছাত্রী ।
পরের দিন বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমাতে যায় কলেজছাত্রী শান্তা । দীর্ঘসময় শান্তার কোন সাঁড়া শব্দ না পেয়ে বাহির হতে বাবা ও মা অনেক ডাকাডাকি করে তারপরও ভিতর থেকে সাঁড়া শব্দ না পেয়ে একপর্যায় দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না দ্বারা মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়, পরে থানায় খবর দিলে বিকাল ৪টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং তার সাখে একটি চিরকুট পায় তাতে লেখা ছিলো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুুতি চলছিলো ।
Leave a Reply