মনির হোসেন (শিশির) :
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃপলাশ(৪২), মোঃনাসিম ওরফে আনন্দ(৩৫), মোঃ-জাকির হোসেন(৩২)। এসময় তাদের হেফাজত থেকে ৪০,০০০(চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম জানান, মঙ্গলবার ( ৩০ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কতিপয় ব্যক্তি ইয়াবাসহ তুরাগ থানাধীন খালপাড় ব্রীজ এর পশ্চিম মাথায় উপর পাশে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২ টায় সঙ্গীয় ফোর্সসহ খালপাড় ব্রীজ এর পশ্চিম মাথায় উপর পাশে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃত মোঃ পলাশ (৪২) সিরাজগঞ্জ জেলার সলংগা থানার নাইন গ্রামের মো: আহম্মেদ এর ছেলে, বর্তমানে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আলমগীর বাসার ভাড়াটিয়া । মোঃনাসিম ওরফে আনন্দ(৩৫) নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মানপুর গ্রামের আমানুল্লাহ এর ছেলে । মোঃ-জাকির হোসেন(৩২) নরসিংদী জেলার মনোহরদী থানার নারান্দি গ্রামের মৃত-আব্দুর মালেক এর ছেলে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় ১টি মাদক আইনে মামলা রুজু হয়েছে, যার মামলা নং -৪০, তাং ৩১/৮/২২ ইং।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply