মনির হোসেন (শিশির) :
রাজধানীর তুরাগের ডিয়াবাড়ী এলাকা থেকে ৬টি চোরাই মোটর সাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাকিব, মোঃ মশিউর শেখ, মোঃ ইউনুছ, মোঃ মমিন ওরফে রনি, মোঃ আমান উল্লাহ ও অরুন ভৌমিক।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) বেলা ২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার ডিয়াবাড়ীর খালপাড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডের দক্ষিণ পাশে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা এসব মোটর সাইকেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা ঢাকা শহরসহ আশপাশ এলাকা থেকে এসব মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় কমদামে বিক্রি করে।
তুরাগ থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply