তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার মল্লিকপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও জোরপূর্বক জমি দখলের পায়তারা চালাচ্ছেন প্রতিপক্ষ। সূত্র মতে জানা যায়, উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মালেক শেখের পুত্র আব্দুল হাই শেখের ক্রয়কৃত সম্পত্তি কুলা মৌজাধীন সাবেক এসএ ১০৯ ও ২১৩ নং খতিয়ানের ২১১৯৩/৯৪ দাগে ৩.০৫ একর জমির মধ্যে ০.৩১৫০ একর স্বত্ত্ দখলীয় জমি জোরপূর্বক দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ জাকারিয়া গং। প্রতিপক্ষ এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ফৌজদারী কার্যবিধি ৪৪/৪৫ ধারায় নিষেধাজ্ঞা থাকা সত্তেও জাকারিয়া গং আইন ভঙ্গ করে আব্দুল হাই এর মৎস্য ঘেরে মাছ ধরাসহ, ঘের দখল সহ তার জীবন নাশের হুমকি দিচেছন। হাই শেখ তার নিরাপত্তার জন্য তেরখাদায় থানায় গত ৩/৮/১৭ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এ বিষয়ে মোকামপুর ক্যাম্প্ের এসআই চুন্নু ঘটনাস্তল পরিদর্শন করে ঘটনার সত্যতা প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে স’ানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তির সাক্ষাতে জানা যায়, বারবার শালিশ করে ও আমরা তাদেরকে বোঝাতে পারিনাই। মামলার ২নং আসামী মোঃ মনির শেখের সাক্ষাতে জানা যায়, এ জমি সম্পূর্ণ আমাদের দখলে। ১৯৯০ সালের কবলা দলিলে তার নাম থাকলেও ঐ জমির পরিবর্তে অন্য জমি ভোগ দখল করায় কোর্ট মারুফতে আব্দুল হাই না দাবী করেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply