মোঃ লোকমান হোসেন, ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ার সন্তান মোঃ তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করায় ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীগ কার্যালয় ও বায়তুল আমান জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সে ভান্ডারিয়া পৌর শহরের ২ নং ওয়ার্ডে মরহুম আজাহার উদ্দিন মিয়ার কনিষ্ঠ পুত্র।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল,কিরণ চন্দ্র বসু, পৌর আওয়ামীলীগ এর সভাপতি শহিদুল আলম স্বপন প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী জাকারিয়া আল ফরিদী। উল্লেখ্য ড. আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। তিনি নবম বিসিএস কর্মকর্তা।
Leave a Reply