রবিউল আলম রাজু :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সোপানে ও তাঁর দিক নির্দেশনা অনুযায়ী গরীব, অসহায় ও বয়স্ক মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মহিলা নেত্রী ইঞ্জিঃ শাকিলা সুলতানা লুলু, মহিলা বিষয়ক সম্পাদিকা, দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগ ও মেট্রো ওয়াশিং টন আওয়ামীলীগ।
তিনি গরীব অসহায় মানুষকে ভালোবেসে প্রতি বছরের মতো এবারও নিজ হাতে সকলের মাঝে ঈদের শাড়ী বিতরণ করেন। তিনি প্রত্যেক বছর রমজান মাস এলেই বিভিন্ন অসহায় হতদরিদ্র ও তার এলাকার জনসাধারণ এবং সহকারী নেতৃবৃন্দদের মাঝে ইফতার ও ঈদ উপহার, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করে থাকেন। শাকিলা সুলতানা লুলু বলেন, আমি অসহায় দুস্থ মানুষের মাঝে সেবা দিতে পেরে আমি খুবই আনন্দিত।
তাদের সেবা দিতে পারলে আমার নিজের মধ্যে অনেক আনন্দ আসে এবং খুব ভালো লাগে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমি চাই আল্লাহ যেন আমাকে সারাজীবন এভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply