মো: ইলিয়াছ মোল্লাঃ রাজধানীর দক্ষণিখানে ১৪ র্মাচ ২০১৮ ইং বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানা পুলশি ৭৬০ পিস ইয়াবা সহ ২জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেেছ। খোজ নিয়ে জানা যায়। বুধবার রাত ৮ টার দিকে দক্ষিণখান থানার এস আই সুজন সংগীয় র্ফোস সহ ইয়াবা সুন্দরী কেয়া আক্তার ও তার স্বামী আশরাফুল আলম বাবুকে দক্ষিণখানের ৩৮নং মাস্টার পাড়া থেেক আটক করে থানায় নিয়ে যায়, জানা যায়,তারা পরস্পর স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৩ বছর যাবত কক্সবাজার ও টেকনাফ থেেেক ইয়াবার চালান নিজেরাই কক্সবাজার হয়ে বিলাস বহুল গাড়ী অথবা বিমানযোগে বহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে সাপ্লাই দিয়ে থাকতো। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বেড়তো। তাদের সাথে ইয়াবার বড় বড় ব্যবসায়ীদরে সাথে যোগসাজশ রয়েেছ বলে জানা যায়। এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা’র সাথে সরকারি মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোনো সাড়া না পেয়ে ডিউটি অফিসার এস আই হামিদের কাছে জানতে চাইলে তিনি প্রতবিদেক কে জানায়,আসামীদরে বিরূদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েেছ বলে নশ্চিতি করনে।
Leave a Reply