নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়া ইউনিয়নের মুন্সী বাড়ি মাঠ সংলগ্নে ১ হাজার দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি।
শনিবার বিকাল ৩ টায় সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান খান শান্তর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অর্থায়নে কাউন্দিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্ত মানুষকে এসব কম্বল দেয়া হয়।
কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান খান শান্তর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি।
বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন গরীব-অসহায় মানুষদের পাশে রয়েছেন। তিনি অসহায় মানুষদের শীত মৌসুমে দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রধান বক্তা মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের সভাপতি কাইউম খান ঝন্টু, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির চৌধুরী মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম সবুজ, দারুসসালাম থানা আওয়ামী লীগ নেতা মাজহারুল কবীর মিধাত, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সমসের আলী, ৩ নং ওয়ার্ড মেম্বার আবু তালেব, ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার লিজা খানম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply