Amar Praner Bangladesh

দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এস এম মনিরুল হাসান বাপ্পী

 

এস এম নূর ইসলাম :

 

খুলনা জেলা রুপসা থানার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারমান এস এম মনিরুল হাসান বাপ্পী রাজনৈতিক মাঠে ভেসে আসা নেতা নয়, তিল তিল করে তৈরি হয়েছে রাজপথের অগ্নি মশাল।

তিনি কর্মীদের মনোভাব দেখলেই বুঝতে পারে কোন কর্মী কি চান, ইউনিয়ন থেকেই শুরু করে রাজনীতি, তারপর রুপসা থানা, তারপর খুলনা জেলা অঙ্গসংগঠন, তারপর খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, অনেক নেতা দেয়নি কোন ইউনিয়ন ও থানা রাজনৈতিক নেতৃত্ব, এখন তারা হুট করে জেলার নেতৃত্ব দিলে তাদের রাজনৈতিক আর বাপ্পি রাজনৈতিক কর্মকাণ্ড এক হবে না।

বাপ্পি তো বাপ্পি খুলনা জেলা বিএনপি’র জনতার নেতা হচ্ছে বাপ্পি। আর ভুলে গেলে হবে না সে একজন প্রাইমারি স্কুলের হেড মাস্টার এর সন্তান, আর আমরাই হচ্ছি সেই বাপ্পী ভাইয়র সৈনিক আমাদের গড়ে তোলার পিছনে তার অনেক অনেক অবদান রয়েছে বলেন বাপ্পী ভক্ত কিছু সৈনিক।