সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান ও ৩ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯৫হাজার ৭শ”৫০জনের মধ্যে চেয়ারম্যান ৪৫হাজার ৯৯ ও পুরুষ ভাইস চেয়ারম্যানে ৪৫হাজার ১শ” ভোটাধিকার প্রয়োগ করেছেন ।
প্রয়োগকৃত ভোটের মধ্যে চেয়ারম্যান-১হাজার ১শ” ২৪ভোট ও ভাইস চেয়ারম্যান-১হাজার ৫শ” ৬৩ ভোট অবৈধ। মোট ভোটের ভোট প্রয়োগ করেছেন শতকরা ৪৭ভাগ। চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’’লীগের অন্যতম সদস্য ঘোড়া প্রতীকের এ্যাড.শাখাওয়াত হোসেন শওকত প্রাপ্ত ভোট-৪হাজার ৭শ” ৩৫ ও দোয়াত কলম প্রতীকের এম এ বাশার ডাবলু প্রাপ্ত ভোট-৩হাজার ২৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বীতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও এ পি পি এ্যাড. উত্তম কুমার কর্মকার টিয়া প্রতীকে প্রাপ্ত ভোট-২হাজার ২শ” ১৩ ও উপজেলা যুবলীগে সদ্য যোগদানকারী মোঃ জুয়েল বই প্রতীকে প্রাপ্ত ভোট-১হাজার ৯ এবং উপজেলা আ”লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান চশমা প্রতীকে ৩হাজার ৯শ” ১৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বীতা করেন । মোট ভোট প্রয়োগ করেন ৪৫হাজার ১শ” ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply