বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরে নতুন করে ৬ জন কোভিড -১৯ পজিটিভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩১ Time View

 

দিনাজপুর প্রতিনিধিঃ

 

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে ৬ জন কোভিড -১৯ পজিটিভ শনাক্ত, এর মধ্যে বিরল – ২ জন, বীরগঞ্জ -২ জন, বোচাগঞ্জ -২ জন, এ নিয়ে জেলার মোট করোনা রোগী – ১২০ জন, মোট সুস্থ ১৫ জন, মৃত ১ জন।

শুক্রবার (২২ মে) সন্ধায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৩২ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও ১২৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১১৪ জন, সুস্থ হয়েছে ১৫ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। আক্রান্তদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ৩১ জন(সুস্থ ৪ জন ),বিরলে ১১, নবাবগঞ্জে ৭ জন (সুস্থ ৩ জন), ফুলবাড়ীতে ৪ জন (সুস্থ ১ জন), পার্বতীপুরে ৭ জন (সুস্থ ২ জন), বোচাগঞ্জে ৮ জন (সুস্থ ১ জন), ঘোড়াঘাটে ১৯ জন(সুস্থ ১ জন) , কাহারোলে ৮ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন(সুস্থ ১ জন) , চিরিরবন্দর ১ জন, বিরামপুর ৬ জন, বীরগঞ্জ ১০ জন, খানসামায় ৬ জন। তাদের মধ্যে ৯৩ জন রয়েছে হোম আইসোলেশনে ও ০৩ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে রয়েছে ৮ জন,মৃত্যুবরণ করেছেন ১ জন।

শুক্রবার (২২ মে) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ২৫৬১ টি, এ পর্যন্ত ২৪৫৭ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১২০ জন, এর মধ্যে মৃত ১ জন এবং সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ১৫ জন (সদর ৫, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ৩, পার্বতীপুরে ২,কাহারোল ১ জন, বোচাগঞ্জ ১ জন,হাকিমপুর ১ জন, ঘোড়াঘাটে ১ জন)।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ৭৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৮০৯৪ জনের মধ্যে ৫৯২৮ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ২১৬৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়