মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে লিয়ন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
১ জানুয়ারী শুক্রবার ২০২১ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে সকাল ১১ টায় সারওয়ার আশফাক আহমেদ লিয়ন স্মৃতি পরিষদ এর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজাউর রব চৌধুরী, চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, স্টেশন ক্লাবের সাধারন সম্পাদক শামীম চৌধুরী, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি পাপ্পু চৌধুরী, বিকেএসপির পরিচালক রুশো, টুর্নামেন্টের আহবায়ক সারওয়ার রুশদি পৃথিল, সদস্য সচিব ইমাম হোসেন, সদস্য নজরুল ইসলাম জুয়েল, সুমন, ফয়সাল, স্বপ্নীল প্রমুখ।
উপস্থাপনা করেন আজাদুর রহমান বিপু।টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন ঠাকুরগাও ক্রিকেট একাডেমী ও পাবনা ত্রিরত্ন ক্লাব। দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাচাতে এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশিপকরার আহবান জানিয়ে বলেন, একজন মাদকসেবী নষ্ট করে দিতে পারে একটি পরিবার ও সমাজকে। তাই মাদক নয়, খেলোধুলার প্রতি যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply