মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে রাজবাটী শ্রীশ্রী কালিয়া কান্তজিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দিনাজপুর পৌর শাখার বর্ধিত সভা-২০২২।
দিনাজপুর পৌর শাখার সভাপতি রনজিৎ কুমার দাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক গৌরাঙ্গ রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরষিদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, রাজদেবোত্তর এষ্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং।
আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমার রায়, দেবাশীষ ভট্টাচার্য, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মল্লিকা রানী, শহর শাখার সহ-সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, সহ-সভাপতি অরুন রায়, দপ্তর সম্পাদক পাপন চৌধুরী, প্রচার সম্পাদক উত্তম কুমার রায়, সঞ্জয় কুমার দেব বর্মা, দীপক কুমার রায়, সুদীপ্ত সাহা, শ্যামল চন্দ্র মহন্ত, রাজু কুমার দাস, রাজু বিশ্বাস ও পূজা উদযাপন পরিষদের গণসংযোগ সম্পাদক কাশী কুমার দাস।
সালকের দায়িত্ব পালন করেন সুব্রত বকসী টুন্নু। বক্তারা বলেন, আমাদের শপথ নিতে হবে এবার শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে মাদকমুক্ত পরিবেশে । প্রতিটি পরিবার সদস্যদের প্রতিদিন পূজা মন্ডপে গিয়ে অঞ্জলী দিয়ে আসতে হবে। পুজা মন্ডপে ডিজে গান না বাজিয়ে ধর্মীয় সংগীত পরিবেশন করতে হবে। এছাড়া নতুন প্রজন্মদের সনাতনী চিন্তা-চেতনার আলোকে আরতি প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply