মোঃ নুর ইসলাম নযন, দিনাজপুর :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব কামরুল হুদা হেলালে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে গিয়ে স্বাধিকার আন্দোলনের প্রথম প্রহরে যারা আত্বত্যাগ করেছেন সেই প্রান পুরুষদের বাঙ্গালী জাতি কোনো দিন ভুলবে না।
তারা আরো বলেন, এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশ মেধাশুন্যের চক্রান্ত করেছিলো পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা। বঙ্গবন্ধুর আর্দশিক চেতনায় উজ্জীবিত হয়ে সে সময়ের আবাল বৃদ্ধ বনিতা সম্মি¥লিতভাবে পাকিস্তানী বাহিনী ও তার দোসরদের প্রতিরোধ গড়ে তুলে মহান স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
আমরা ওই বুদ্ধিজীবী ও মুক্তিদ্ধোদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অম্লান রাখবো ও এই প্রত্যয় নিয়েই আগামীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবো। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহকারী সম্পাদক রতন সিং,সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর শাখার সা:সম্পাদক রহমতুল্লাহ রহমত,সাংবাদি আজহারুল আজাদ জুয়েল,মোর্শেদুর রহমান,রফিকুল ইসলাম ফুলাল,জিন্নাত হোসেন,ফখরুল হাসান পলাশ,বিধান বিশ্বাস রাজু প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply