আশুলিয়ার বেলমা আড়াগাও এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও অন্তত ৫ জন। পুলিশের ধারনা পূরব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
গুলিবিদ্ধরা হলো- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন এবং ইনসান এছাড়া বাকী আহতের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আশুলিয়ার বেলমা আড়াগাও এলাকায় রাত সাড়ে ৯টার দিকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের সাথে তারেক নামে এক ব্যক্তির কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পরযায়ে কামাল উদ্দিনের গ্রুপ ও তারেক গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় তারেক গ্রুপের লোকজনের শটগানের গুলিতে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও ইনসান গুলিবিদ্ধ হয়। এবং আহত হয় আরও অন্তত ৫ জন। পরে তাদের উদ্ধার করে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ এবং এখন পরযন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply