এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জাতীয় পার্টিকে এ দেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায় । সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলে এ দেশে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। মানুষ শান্তিতে ছিল,দেশে কোন খাদ্য সংকট ছিল না। দেশ ছিল স্বয়ংসম্পূর্ণ । অথচ পরবর্তী ২৭ বছরে সে উন্নয়নের ধারা ব্যাহত হয়েছে। বর্তমানে দেশের সর্বত্রই দুর্নীতি, খুন,ধর্ষন,ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং সাম্প্রদায়িক সহিংসতা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তাই এ দেশের জনগণ এখন পরিবর্তন চায়। গতকাল শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি আগামী ২৪শে মার্চ ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ¦ আঃ জলিল পাঠান,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ শাহজাহান,আঃ রহিম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,মোঃ আবুল হোসেন,মোঃ আঃ জাব্বার ,মহসিন মাঝি,জাহাঙ্গির মাষ্টার,মনির হোসেন,সিরাজুল ইসলাম,শহিদুল ইসলাম,শাহআলম,ছালাম,প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাবলুস।
Leave a Reply