Amar Praner Bangladesh

দেশে করোনায় নতুন শনাক্ত ২৭৩৮, আজ মৃত্যু ৫৫

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

৫ জুলাই, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯৮৮ টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ২৭৩৮ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

উল্লেখ্য, দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ