নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ফটো সাংবাদিক খলিলুর রহমানের ওপর মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা হামলা করেছে। এতে খলিলুর রহমান গুরুত্বও আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ৯ ডিসেম্বর পত্রিকার কাজ সেরে বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকে আট-দশ জনের একটি সন্ত্রাসীদের দল তার গতি রোধ করে কোন কিছু বোঝার আগেই এলো পাথাড়ি ভাবে আঘাত করতে শুরু করে মিরপুর ১ (এক) এর একটি নির্জন রাস্তায়। এরপর তুলে নিয়ে যায় একটি অচেনা বাড়ীতে সেখানে আট রাউন্ড গুলি করে চতুর দিকে এভাবে একের পর এক আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত করে ফটো সাংবাদিক খলিলুর রহমানকে। সাংবাদিক খলিলুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যদি মুখ খোলে। চোখের আঘাতটা এতই ভয়াবহ যে তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে ডাক্তার আশংকা প্রকাশ করেছে। ফটো সাংবাদিক খলিলুর রহমানের একটিই অপরাধ সে ঐ এলাকার বিত্তশালী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পত্রিকায় একটি খবর প্রকাশ করেছিল। চোখে আঘাত করার কারণ হচ্ছে, মাদক ব্যবসায়ীদের অপরাধ চোখে দেখেছিল। দুহাতে আঘাত করার কারণ হচ্ছে, দুহাত দিয়ে নিউজটি নিজে লিখেছিল। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সাথে সাথে সম্পৃক্ত সকল সন্ত্রাসীদের কর্মকান্ডের তথ্য নিয়ে বিস্তারিত খবর প্রকাশে নিরন্তর প্রচেষ্টায় থাকবে পত্রিকা।
Leave a Reply