বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

দৌলতখান উপজেলায় প্রতিবন্ধী জামালকে নতুন ঘর উপহার দিলেন ইউএনও

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৭ Time View

 

 

সামছুদ্দিন জুয়েল :

দৌলতখানে মাথা গোঁজার ঠাইচান প্রতিবন্ধী জামাল এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিষয়টি ছড়িয়ে পরে।

এরপর বিষয়টি দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন অসহায় প্রতিবন্ধী জামালের বাড়িতে এসে প্রশাসনের উদ্দ্যোগে একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এরই মধ্যে অসহায় প্রতিবন্ধী জামালের বাড়িতে ঘর নির্মাণের যাবতীয় সরাঞ্জাম এসে পৌঁছেছে। তবে একটি ঘর উপহার পেয়ে আনন্দে আত্মহারা অসহায় প্রতিবন্ধী জামালসহ তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন জানান, সেই অসহায় প্রতিবন্ধী জামাল ও তার পরিবার জরাজীর্ণ একটি ঘরে তীব্র শীতের প্রকোপে স্ত্রী সন্তানসহ অনেক কষ্টে জীবন যাপন করছেন।

বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর প্রশাসনের উদ্দ্যোগে তাকে একটি ঘর উপহার দেয়া হয়।

এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে দৌলতখানে ভুমিহীন ও গৃহহীন ৪২টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়। বর্তমানে এসব ঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ১৫ জানুয়ারি সরকার প্রধান শেখ হাসিনা একযোগে সারাদেশে এসব ঘর উদ্বোধন করবেন। এসময় উপস্থিত ছিলেন চরখলিফা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ (মুকু) দৌলতখান প্রেস ক্লাব সাধারন সম্পাদক মেহেদী হাসান শরীফসহ গণমাধ্যম কর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়