ক্রীড়া প্রতিবেদক:
দ্বিতীয় কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ইউনিউব চ্যানেলে একটি ভিডিওতে ইরাম হাসানকে সামনে নিয়ে আসেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতি। এ সময়ে মেয়ে আলাইনাও ছিল । আলাইনার পর সাকিব ও শিশিরের ঘরজুড়ে এসেছে আরেক কন্যা ইরাম হাসান। গত ২৪ এপ্রিল সাকিবের দ্বিতীয় কন্যা ইরাম পৃথিবীর আলো দেখলেও ছিলেন সকলের অগোচরে।
অবশেষে ১৭ দিন পর দ্বিতীয় কন্যা ইরামকেও জনসম্মুখে আনলেন সাকিব।
কার্নিভাল ইন্টারনেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হয় এই ভিডিও। সেখানেই শুরুতে সাকিব আল হাসান এক মিনিট কথা বলেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কন্যার চেহারা প্রকাশ করেন তিনি।
১ মিনিট ৩১ সেকেন্ডের এক ইউটিউব এ ভিডিওর মাধ্যমে কন্যাকে সবার সামনে নিয়ে আসেন সাকিব। সেখানেই শুরুতে সাকিব আল হাসান এক মিনিট কথা বলেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কন্যার চেহারা প্রকাশ করেন তিনি। ইউটিউব ভিডিওতে সাকিব পরিচয় করিয়ে দিয়েছেন নতুন আগন্তককে- ‘আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। সো, আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ-সবল থাকে এবং তাকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সো, এই হচ্ছে আমাদের বেবি ।’
সাকিবের স্ত্রী শিশির এ সময় বলেন, ‘সবাই ওর জন্য দোয়া করবেন।’ এরপর সাকিব বলেন, ‘ সো এ হচ্ছে আমাদের ইরাম অ্যান্ড আলাাইনা। দ্যাটস আওয়ার ফ্যামিলি।’
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply