তিনমাস পর বাইশ গজে প্রত্যাবর্তন করে দুরন্ত ছন্দে লোকেশ রাহুল৷ সিরিজের তৃতীয় টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন ডানহাতি এই ওপেনার৷ টেস্ট ক্রিকেটে টানা সাতটি অর্ধশতরান করে রাহুল দ্রাবিড়ের ২০ বছর পুরানো রেকর্ডকে টপকে গেলেন রাহুল৷
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্য ১৯৯৭-৯৮ সালে রাহুল দ্রাবিড় টানা ছয়টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন৷ এর আগে ১৯৭৭-৭৮ সালে গুন্ডাপা বিশ্বনাথন এই রেকর্ড গড়েছিলেন৷ ফলে বলাই যায় ক্যান্ডি টেস্টে টানা সাত হাফসেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন রাহুল৷
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই দারুণ ছন্দ রয়েছেন রাহুল৷ টানা সাত ইনিংসে সাতটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে সাঙ্গাকারা, চন্দরপল, অ্যান্ডি ফ্লাওয়ার, ক্রিস রর্জাসের টানা সাতটি টেস্ট হাফসেঞ্চুরির রেকর্ড ছুঁলেন লোকেশ৷ স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে শতরান হাতছাড়া করেন৷
৯০ রানের ইনিংস খেলে সেবার আউট হন প্রতিশ্রুতিমান এই ক্রিকেটার৷ এরপর গড়ের মাঠে দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫১রান করেন ডানহাতি ওপেনার৷ রাঁচিতে তৃতীয় টেস্টেও দুরন্ত ছন্দে রাহুল করেন ৬৭৷ অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে যথাক্রমে ৬০ ও ৫১৷ এরপর চোটের জন্য আইপিএল খেলেননি৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ দিনের ক্রিকেটে ফিরে ফের নিজের জাত চেনালেন৷ কলম্বো টেস্টে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷ আর ক্যান্ডিতে ৮৫ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন৷
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply