বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু শেরপুরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসান খামারিদের নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মেসির হ্যাটট্রিকে গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার বিশাল জয় নূরে আলম সিদ্দিকী আর নেই ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে রফিকুলের জামিন দ্রব্যমূল্য বেড়েছে, তারপরও আমরা ভালো আছি: কাদের মামলা থাকায় প্রথম আলোর সাংবাদিককে আটক: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন

ধর্মীয় অনুভুতিতে আঘাত: গ্রেফতার ১ ও চোরাইকৃত মটরবাইকসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩ Time View

 

 

হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

 

সনাতন ধর্মের অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ১ জন ও চোরাইকৃত মটরবাইকসহ গ্রেপ্তার ২ জন। কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খায়রুল আলমের নির্দেশনায় দুইটি ভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়।

১/মোঃ নায়েবুর রহমান (২৪), পিতা-মোঃ লুৎফর রহমান, মাতা-পারুলা বেগম, গ্রাম- বহলবাড়ীয়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া কর্তৃক বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা, ঘৃণা ও শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে Facebook নামীয় অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত “Md Nayebur Rahman Milon” নামীয় ফেসবুক আইডিতে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে হিন্দু/সনাতন ধর্মের অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করে লিখিত স্ট্যাটাস দেয়।

তৎপ্রেক্ষিতে ২/ মোঃ সজীবুল ইসলাম সজীব (৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ মমতাজ বেগম, গ্রাম-চৌড়হাস আদর্শপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে অদ্য ১৬.০৯.২০২২ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকায় আসামীর শ্বশুরবাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মহিষাখোলা গ্রাম থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (ডিবি), কুষ্টিয়া এর নেতৃত্বে একটি অভিযানিক দল গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

গত ১৫/০৯/২০১২ইং রাত অনুমান ২১.১৫ ঘটিকায় কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া টু ভেড়ামারা সড়কস্থ জুগিয়া পাথরগাদি বেঙ্গল এলপিজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশে পাকা রাস্তার উপর ০১নং আসামী ৩/মোঃ আশিকুর রহমান আশিক (২৪), পিতা-মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, সাং-চারুলিয়া, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়া ০২নং আসামী মোঃ বিজয় হোসেন(২১), পিতা-মোঃ বজলু হোসেন, সাং-পুরাতন কুষ্টিয়া (হরিপুর), থানা ও জেলা-কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা আসামী / আসামীরা ০১(এক)টি রেজিষ্টেশন বিহীন কালো ও সবুজ রংঙ্গের টিভিএস (এপাসি আরটিআর), ১৫০সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-C1K5110691 চেসিস নং-অস্পষ্ট ঘসামাজা, নম্বর প্লেটে-অনটেষ্ট, বোরাক মোটরস, পাঁচ রাস্তার মোড়, শাপলা চত্তর, কুষ্টিয়া এবং মোবাইল নম্বর-০১৭১৮৮২৮৬৯০, 01670 ১৪৪৫৫৯ লেখা আছে।

যাহার মূল্য অনুমান ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল। ঘটনার সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে এসআই/ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোটর সাইকেল যোগে ইং ১৫/০৯/২০২২ তারিখ ২১.২৫ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া উক্ত মোটর সাইকেলটি রেখে বর্ণিত আসামীরা কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ০১নং আসামী মোঃ আশিকুর রহমান আশিক (২৪), পিতা-মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, সাং-চারুলিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া ০২নং আসামী মোঃ বিজয় হোসেন (২১), পিতা-মোঃ বজলু হোসেন, সাং-পুরাতন কুষ্টিয়া (হরিপুর), থানা ও জেলা-কুষ্টিয়া আসামীদ্বয়কে ধৃত করেন এবং অজ্ঞাতনামা আসামী / আসামীরা দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় ধৃত আসামীদ্বয়কে উক্ত মটরসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে এবং মটরসাইকেলের মালিকানা সংক্রান্তে কোন প্রকার কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা সহ অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে এবং অত্র ঘটনার সত্যতা স্বীকার করে। তখন আমি উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় ১৫/০৯/২০২২ খ্রিঃ তারিখ ২১.৫০ ঘটিকায় ঘটনাস্থলে উক্ত মোটর সাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় এসআই/রফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৩৮, তারিখ : ১৬/০৯/২০২২ইং, ধারা-৪১১/৪১৩ পেনাল কোড রুজু করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়