খোন্দকার সজীব, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করার ঘটনায় ধর্ষকের শাস্তির দাবীতে রোববার সকাল ১১টার দিকে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে । টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর নামক স্থানে মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ধর্ষক রোমান লস্করকে অবিলন্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নবম শ্রেনীর ছাত্র বাবুল, মাহাবুব, ছাত্রী সোনালী, হেনা, আবুবক্কর প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামে ৮ম শ্রেনীর এক ছাত্রী স্কুলে যাওয়া আসার সময় বাড়ীর পাশে ইউসুফ লস্করের ছেলে রোমান লস্কর (২৪) প্রায় তাকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো । ওই ছাত্রী উক্ত প্রস্তাব প্রত্যাখান করায় রোমান লস্কর ক্ষিপ্ত হয়ে গত ২৫ মার্চ রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর এক বান্ধবীকে দিয়ে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে খাওয়ায় । এসময় পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে রোমান লস্কর তার সহযোগিদের সহায়তায় ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষন করে । পরের দিন সোববার সকালে প্রতিবেশীরা ওই পরিবারের সকলকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতলে ভর্তি করে । ধর্ষনের অভিযোগ থাকায় ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করে । এদিকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পরিবার গ্রাম্য মাতুব্বরদের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে এবং শালিশ বৈঠকের মধ্যেই ধর্ষক পরিবারের কতিপয় সদস্যরা ধর্ষিতার পরিবারের একাধিক সদস্যকে মারধোর করলে বৈঠক বানচাল হয়ে যায় । ফলে ২৯ মার্চ বৃহস্পতিবার ধর্ষিতার বোন বাদী হয়ে ৪জনকে আসামী করে রাজৈর থানায় একটি ধর্ষন মামলা করে ।
ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আউয়াল লস্করকে গ্রেফতার করেছে এবং অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply