এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল এগারোটায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন ড.সাজেদা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এছাড়া আরও বক্তব্য দেন এমওসিএস ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ সুব্রত কুমার,ডাঃ কাজল মল্লিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোল্যা ফোরকান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এর পরপরই একই বিসয় নিয়ে জনসচেতনতা পরিকল্পনায় সকল সাংবাদিক দের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামি ২০ ফেব্রুয়ারি ২০২৩ থেকে জেলার মোট ১০২০ কেন্দ্র থেকে ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপার ভাইজারের দিক নির্দেশনায় ০৬-১১ মাসের শিশুদের ১টি করে ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মোট ৮৩,৫৭৬ জন শিশুকে দুই রকমের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে লক্ষমাত্রা পৌঁছাতে ৫৪ টি কেন্দ্র অতিরিক্ত কেন্দ্র হিসেবে কাজ করবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply