এসডি রুবেল, ব্যুর চিফ নড়াইল :
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এ স্লোগান কে সামনে রেখে জেলা,জেলা পুলিশের সহযোগিতায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
৮ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় পুরাতন বাস টার্মিনাল জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল সদর থানায় গিয়ে শেষ হয়।
পরে জেলা পুলিশের আয়োজনে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন। বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সহ সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া খাতুন, পৌর কাউন্সিলর ইপি রানী বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বিশ্বনারী দিবস উপলক্ষে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,নারী দিবস হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্যহীন ভাবে নারীর অর্জনকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দিন। এ দিনে নারী’রা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে করে আগামী দিনগুলো নারী’র জন্য আরও সম্ভাবনাময় হয়ে ওঠে।
তিনি আরো বলেন,নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে, নারী’র প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে নড়াইল জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। এ সময় তিনি নারীদের মেধা-মন,চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ,ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply