এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার শিঙ্গে শোলপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে গাছ বিক্রির টাকা ভাগ বন্টনকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে প্রতিবেশী সহ চার চারজন মারাত্মক আহত হয়েছে।
২ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) দুপুরের পরপরই সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালবাড়িয়া গ্রামের লাল মিয়ার পূত্র তৌহিদুর রহমান, তইবুর রহমান, শাহাদত হোসেন ও প্রতিবেশী আমিনুর রহমান।
বর্তমানে তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাশোলপুর ইউনিয়নের মেম্বর স্থানীয় তালবাড়িয়া গ্রামের শফিকুর রহমান সাংবাদিকদের জানান, তালবাড়িয়া লাল মিয়ার একটি মাছের ঘেরের পাড়ে কয়েকটি মেহগিনি গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে (২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার এ সংষর্ষের ঘটনা ঘটে।
এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ৪জন আহত হয়। এ বিষয়ে সদর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত্র সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply