এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি রেজি-: ০০৭৩-এর ত্রী- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে নিজ কার্যালয়ে ২৩৪ জন ভোটারের অংশ গ্রহনে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। এর পর পরই শুরু হয় ভোট গননা।
ভোট গননা শেষে চুড়ান্ত ফলাফলে দেখা যায় ২৩৪ জন ভোটের মধ্যে সভাপতি পদে অংশ গ্রহন করে ৪জন। তার মধ্যে ৯৮ ভোটে বিজয় লাভ করে মো: শাহিনুর রহমান। ও সহ সভাপতি হিসাবে ১২৪ ভোট পেয়ে বিজয় লাভ করে গোলাপ ফুল মার্কা মো: ফারুক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিন মার্কা ফিরোজ খান পেয়েছেন ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে অংশ গ্রহন করে ২জন, তার মধ্যে ১২৭ ভোট পেয়ে বিজয় লাভ করে আনারস মার্কা মো: আনিসুর রহমান। প্রতিদ্বন্দ্বী মো: রফিকুল ইসলাম চশমা মার্কা পেয়েছেন ১০৩ ভোট।
সদস্য হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করে ৪ জন, তার মধ্যে বিজয় লাভ করে ৩ জন। এরা হলেন মো: তরিকুল ইসলাম বই পেয়েছে ১৫৮, বখতিয়ার মোল্লা মোরগ, পেয়েছে ১৫২. আ: রহিম শেখ পেয়েছে ১৫৮।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply