এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সার্বিক সহযোগিতায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাত নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে একযোগে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ৪০ টিরও অধিক বিভিন্ন স্টল প্রদর্শনী ঘুরে দেখেন।
পরে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রোকনুজ্জামান এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দীন খান (নিলু), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার সহ সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা। ও সফল গরুর খামারী এ্যাডভোকেট হিমায়েত উল্লাহ হিরু সহ আরও অনেকে।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস কর্মকর্তা ডঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রত কুমার নাগ, পৌর কাউন্সিলর ইপি রানী বিশ্বাস। অনুষ্ঠান শেষে বিভিন্ন পশু খামারিদের সফলতায় কয়একজন কে সনদ প্রদান করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply