এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের পচিশা গ্রামের একটি মাছের ভেরে বিষ প্রয়োগ করেছে দুবৃর্ত্তরা। এতে আনুমানিক ৯ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘেরের মালিক।
ঘের মালিক ইমরান হোসেন জানান, প্রতিনিয়ত আমার ঘের থেকে মাছ চুরি হয়। কতিপয় কিছু ব্যাক্তি প্রভাব বিস্তার করে আমার ঘের থেকে মাছ নিয়ে যায়।সম্প্রতি তাদের মাছ নিতে নিষেধ করায় আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার বাড়ি শেখ হাটি গ্রামে। মৎস অফিসের পরামর্শ ক্রমে মাছ চাষে সফলতা অর্জন ও অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য এই মাছ শুরু করেছি।
সুদে টাকার ধার দিনা হয়ে মাছ চাষ করছি। ভেবেছিলাম মাছ চাষ করে এবার ভ্যাগের বদল হবে। কিন্তু সেই আশা আর পূর্ণ হল না। ২৭ বিঘা জমির উপর এই ঘেরে রুই,কাতলা, মৃগেল, সিলভার পোনাসহ সাদা মাছের চাষ করেছি৷ আজ সকালে মাছের ঘেরে এসে দেখি মাছ মরে ভেসে আছে। সাদা সাদা হয়ে আছে সারা ঘের। আমার সব কিছু শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, ২৭ বিঘা এ ঘেরের এতে কমপক্ষে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার।
সাহিজুল শেখ বলেন, সকালে মাছের ঘের দেখতে এসে দিখি মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের ডেকে দেখিয়েছি। আনাদের মাছের ঘেরে যারা এই বিষ প্রয়োগ করেছে তাদের সঠিক বিচার দাবি করি।
শিমুল হোসেন বলেন, এ ভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা ঠিক হয়নি। ঘের মালিক অনেক ভাল মানুষ। মাছ মারলে স্থানীয়দের ডেকে মাছ দেয়। তার মত এক জন মাছ চাষির এহেন ক্ষতি যে করেছে তার সঠিক বিচার হক।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি বলেন, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply