এসডি রুবেল, ব্যুর চিফ নড়াইল :
নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর মান স্মারক লিপি প্রদান করা হয়েছে।
১৩ মার্চ (সোমবার) সকাল ১১ টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট (ভিসি) মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জেলার তিনটি উপজেলার মাধ্যমিক শিক্ষক দের উপস্থিতি তে একটি বিক্ষোভ মিছিল সহকারে নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলার তিনটি উপজেলার শিক্ষক প্রতিনিধি হিসাবে ছয়জনের একটি দল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এর কাছে একটি স্মারক লিপি প্রদান করে।
এবং পরে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেত্রীত্বে সকল শিক্ষক রা জেলা শিল্পকলা একাডেমির শহিদ সৃতি স্তম্ভে এসে জড়ো হয়ে সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, বীরশ্রেষ্ঠ শহীদ নুর মুহাম্মাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ সরদার, জে এন্ড এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মাজহারুল হক, রত ডাংঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নিমাই বাবু, কালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অলোক কুমার ঘোষসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক মন্ডলীরা বক্তব্য প্রদান করেন।
এ-সময় বক্তৃারা বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি অনেক বৈষম্য রয়েছে। আমরা বেসরকারি শিক্ষকগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১০,০০০টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকি। কোন প্রকার বাড়তি সুবিধা ব্যতিরেকেই অবসর সুবিধা ও ট্রাস্ট পাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করা হচ্ছে। যা আমাদের জীবনযাপন চালিয়ে জেতে হিম সিম খাচ্ছি। এছাড়া আরও অনেক বৈষম্য রয়েছে।
তাই আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এ বৈষম্য দুর করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করে সম মর্যাদা রক্ষা করে জাতীয়করণ করবেন। অন্যথায় আমার দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আরও বড়ো কর্মসূচি নিতে বাধ্য হবো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply