এসডি রুবেল, ব্যুর চিফ নড়াইল :
নড়াইল কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের যুবলীগ নেতাকে মিথ্যা মামলায় আসামি করে জেল হাজতে প্রেরণ করায় পুলিশের বাঁধা উপেক্ষা করে কালিয়ায় যুবলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ,১১ ফেব্রুয়ারী সকালে পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে দুটি পক্ষ সংর্ঘষে বেশ কয়েকজন আহত হয়। ঠিক ঘটনার ওই মুহূর্তে অভিযুক্ত যুবলীগ নেতা ও চাচুড়ি বাজারের ব্যাবসায়ী তৌরুত মোল্লা (৪০) চাচুড়ী পূর্বপাড়ায় নিজ বাড়িতে সকালের নাস্তা খাচ্ছিলেন।
সকালের নাস্তা সেরে তৌরুত মোল্লা চাচুড়ি বাজারের নিজের ব্যাবসায়ী কাজে চাচুড়ি বাজারে আসলে সকাল ১১টার দিকে কালিয়া থানা পুলিশ তাকে আটক করে বিবাদমান অন্য পক্ষের মামলায় আসামী চালান করে দেয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ দলিয় নেতা কর্মীসহ এলাকাবাসী ১৭ (ফেব্রয়ারি) শুক্রবার স্থানীয় চাচুড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এসময় মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন। তিনি তার বক্তব্যে যুবলীগ নেতা তৌরুত মোল্লার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্যা, উপজেলা কৃষকলীগের আহাব্বায়ক মুন্সি লুৎফার রহমান, যুবলীগের যুগ্ন আহব্বায়ক আশিষ ভট্টাচার্য, চাচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান, চাচুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরুল হোসেন, তৌরুত ম্যেলার বোন হারিফা খাতুন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। হারিফা খাতুন আরও জানান,পুলিশ স্বপ্রনোদিত হয়ে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করেছে,এমনকি মানববন্ধন না করতে গত কয়েকদিন ধরে পুলিশ বাধা দিয়ে আসছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম মিথ্যা মামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি এই এলাকায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি প্রকৃয়া জোরদার করেছে মাত্র।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply