এসডি রুবেল, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের আফরা নদীর নতুন ব্রিজের নেচে নদী ভরাট করে জায়গা দখলের অভিযোগ এলাকাবাসীর। তবে এ বিষয়ে সরজমিনে গিয়ে ইউনিয়ন ভূমি উপ সহকারী আনন্দ মোহন দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখেছি এখানে নদী ভরাট করে মাটি ফেলা হয়েছে। আমি তাৎক্ষণিক আমার কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি।
গত ১৫ জানুয়ারি রবিবার স্থানীয় তুলারামপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী নড়াইল জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবে লিখিত অভিযোগ করে জানান, আমাদের এলাকার আফরা নদীর উপর দিয়ে যে ব্রিজটি ছিল সেটি বর্তমানে নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
এখনও পর্যন্ত নির্মাণের কিছু কাজ বাকি থাকায় ব্রিজ নির্মাণকারী সংস্থা সরকারের নিকট বুঝিয়ে দেয় নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ব্রিজের নিচ দিয়ে নদীর কিনারা ঘেষে চলাচলের যে রাস্তা রয়েছে উক্ত রাস্তার পাশ দিয়ে সরকারি জমিতে একটি স্বার্থান্বেসী মহল ইতোমধ্যে মাটি দ্বারা ভরাট করে দোকান ঘর নির্মাণের পায়তারা করছে।
আর এই কাজটি যারা করছেন তারা হলেন, ১। ড্যানি কবিরাজ, পিং- বাবু কবিরাজ, ২। রোহান সর্দার, পিং- বাচ্চু সরদার,তুলারামপুর, নড়াইল গং উক্ত মাটি ভরাট কাজের নেতৃত্ব দিয়ে আসছেন। উক্ত রাস্তাটির সাথেই তুলারামপুর বাজার অবস্থিত। এছাড়াও এ রাস্তা দিয়ে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। কিন্তু এ সকল অবৈধ স্থাপনা নির্মাণ হলে বাজারের ব্যবসায়ীবৃন্দ ও রাস্তায় চলাচলরত লোকজন ক্ষতির সম্মুখীন হবে ও স্কুলগামী শিক্ষার্থীরা চলাফেরায় ব্যাঘাত ঘটবে। এমনকি এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় এনিয়ে এলাকায় রক্তক্ষই সংঘর্ষ বেধে যেতে পারে।
স্থানীয় সচেতন জনগণ তাদের এ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তারা তাদেরকে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করছে। এমতাবস্থায় সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য উক্ত বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ও সরেজমিনে পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা করতে সদয় মর্জি হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply