এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা মার্চ (শনিবার) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মোহাম্মাদ শামীম আতিক মহিদুলের সার্বিক সঞ্চালনায় এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল দুই আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মুর্তজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দীন খান নিলু, বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সহসভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়াী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম মানিক,কার্যকরী সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। বীর মুক্তিযোদ্ধা ড.মমতাজ খানন সহসভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটি, সহসভাপতি সাজেদুল হক লিকু সিকদার কেন্দ্রীয় কমিটি,সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল সদর উপজেলা সাখার সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অচিন চক্রবর্তী নড়াইল জেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেত্রী বৃন্দের ও স্থানীয় নেত্রী বৃন্দের সমন্নয়ে নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply