বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৭ Time View

 

 

 

এসডি রুবেল, ব্যুরো চীফ নড়াইল :

 

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কনফারেন্স রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ পরিক্রমাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনায় করণীয় শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পৌরসভার মেয়র আঞ্জুমান আরা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন চট্রগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নে ১২৮ একর জায়গার উপর দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি প্রতিষ্ঠার জন্য নিরালস কাজ করে গেছেন।তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা সরকারী গ্রন্থাগারিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, বিএডিসির প্রকৌশলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার দেড়শতাধিক জনগণ ৷

জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন মূলপ্রবন্ধ উপস্থাপনায় স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকারি বেসরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়